ক্রিপ্টো ট্রেডিং কিভাবে করব | How To Start Crypto Trading And Bitcoin Trading Basic To Advanced In 2025 In Bengali

By Akash

Published on:

ক্রিপ্টো ট্রেডিং কিভাবে করব | How To Start Crypto Trading And Bitcoin Trading Basic To Advanced In 2025 In Bengali

যদি আপনি ক্রিপ্ট ট্রেডিং কে একদম Step By Step শুরু থেকে শিখতে চান তাহলে আপনি একদম ঠিক জায়গায় চলে এসেছেন, আজকের এই আর্টিকেলটার মধ্যে আপনি জানতে পারবেন ক্রিপ্ট ট্রেডিং এর Basics তার পাশাপাশি আমরা ক্রিপ্টো ট্রেডিং কেন করব এই বিষয়টাও আমরা এই আর্টিকেলটার মধ্যেই আলোচনা করব তাই যদি আপনি ক্রিপ্ট ট্রেডিং শিখতে চান তাহলে এই আর্টিকেলটাকে শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন আপনার খুব কাজে লাগবে, তাহলে চলুন শুরু করি।

কিভাবে ফ্রিতে ক্রিপ্টো ট্রেডিং শিখব?

Table of Contents

যেহেতু ফ্রিতে আপনি ক্রিপ্ট ট্রেডিং শিখতে চান তাহলে এর কোনো Official Course নেই, তবে আমি আমার YouTube চ্যানেলের মধ্যে একটা Free Series শুরু করেছি যাতে আমি কে একদম Step By Step ফ্রিতে শেখাচ্ছি Crypto Trading। যদি আপনি শিখতে চান তাহলে আপনি যেতে পারেন আমার YouTube চ্যানেলের মধ্যে, লিংক আমি নিচে আপনাকে দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখে আপনি খুব সহজেই ক্রিপ্টো ট্রেডিংকে শিখতে পারবেন।

ক্রিপ্টো ট্রেডিং কিভাবে করব?

যেহেতু এটা ক্রিপ্টো ট্রেডিং এর বিষয়, ট্রেডিং এর বিষয়, তাহলে এটা সম্পূর্ণ Practical বিষয়, এটা পড়ে শেখা যায়না, এটা আমাদের Practically ভিডিওর মাধ্যমে শিখতে হবে। আমি এই ক্রিপ্ট ট্রেডিং এর উপর সম্পূর্ণ একটা কোর্স বানিয়েছি সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি।

ক্রিপ্টো ট্রেড কি লাভজনক?

এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার শেখার উপর আপনি যত ভালো করে এই ট্রেডিং শিখবেন, ততই আপনি ভালো করে ট্রেডটাকে নিতে পারবেন আর প্রফিট করতে পারবেন। তবে যেহেতু এটা ট্রেডিং তাই এর মধ্যেও ঝুঁকি আছে, তাই আপনাকে সবকিছু ভালো করে ম্যানেজ করতে হবে যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনি হয়তো লাভজনক হতে পারেন তবে এর কোন রকম গ্যারান্টি নেই, তাই শুরুতে আপনাকে শেখার উপর ভালো করে মনোযোগ করতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই।

ক্রিপ্টো ট্রেডিং শেখার সেরা কোর্স কোনটি?

যেহেতু আপনি কোর্সের কথা জিজ্ঞেস করেছেন, আমি এর উপর ইউটিউবের মধ্যে একটা কোর্স বানিয়েছি, যেহেতু আমি বানিয়েছে তাই আমার কোর্সটাকে আমি সবথেকে সেরা বলব কারণ আমি এর মধ্যে এতটা পরিশ্রম করেছি, গোটা জিনিসটাকে এতটা সহজ করার চেষ্টা করেছি এই কোর্সটা বানাতে, সেটা হয়তো কেউ আর করতে পারবেনা, তাই যদি আপনি কোর্সটাকে একবার গিয়ে দেখেন তাহলে হয়ত এই ট্রেডিং সম্পর্কে আপনার সমস্ত রকম Doubt পরিষ্কার হয়ে যাবে।

2024 সালে ভারতে ক্রিপ্টোকারেন্সি বৈধ?

এটার সরাসরি কোনোরকম উত্তর দেওয়া যাবে না তবে যে প্লাটফর্মের মাধ্যমে আপনি এই ট্রেডিং করবেন, সে প্লাটফর্মটাকে ভারতে FIU দ্বারা রেজিস্টার করা হয়েছে এবার FIU হচ্ছে Financial Intelligence Unit। এটা হচ্ছে Government এর একটা সংস্থা, তাই যদি Government এটাকে রেজিস্টার করেছে অর্থাৎ অনুমতি দিয়েছে তাই এটা আমরা মনে করতেই পারি ভারতে বৈধ ক্রিপ্টো ট্রেডিং বৈধ।

কোন ক্রিপ্টোকারেন্সি নতুনদের জন্য সেরা?

এটা সরাসরি উত্তর দেওয়া একটু কঠিন হবে তবে সবথেকে বড়ো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে Bitcoin, Ethereum, Solana, Doj Coin, আরও আছে। এগুলো যেহেতু সবথেকে বড়ো ক্রিপ্টোকারেন্সি তাই আপনি শুরুতে এর মধ্যে ট্রেডিং করতে পারবেন।

ক্রিপ্টো ট্যাক্স কিভাবে দিতে হয়?

যদি আপনি ক্রিপ্টো ট্রেডিং করেন তাহলে আমি যে Platform টা ব্যবহার করি তার মধ্যে আমার 30% ট্যাক্স দিতে হয় না, তবে তার মানে এটা নয় যে এই প্লার্টফর্মটি অবৈধ, এটা সম্পূর্ণ বৈধ, ভারতের গভর্মেন্ট রেজিস্টার করেছে এই প্লার্টফার্মটিকে। তাই যদি আপনি এই প্লার্টফর্মটার মাধ্যমে ট্রেডিং করেন তাহলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে না। কারণ আমরা সরাসরি ক্রিপ্টো কিনছি না, আমরা তার Derivatives অর্থাৎ টার Contract টা কিনছি।

সবচেয়ে সহজ ক্রিপ্টো এক্সচেঞ্জ কোনটি?

যতদূর আমি জানি, আমি নিজে যে প্লার্টফর্মটা ব্যবহার করছি সেটা খুবই সহজ, সেই অ্যাপটার নাম হচ্ছে Delta Exchange India। এই অ্যাপটাকে ভারতীয় গভর্নমেন্ট রেজিস্টার করেছে, তার পাশাপাশি এই অ্যাপের মধ্যে আপনি অনেক কিছুই বেনিফিট পেয়ে যান। যেগুলো আমরা এই আর্টিকেলটার মধ্যেই জানতে পারবেন। তবে নতুনদের জন্য আমি মনে করি এই অ্যাপটা সবথেকে সহজ। তাই আপনি এটাকে ব্যবহার করে দেখতে পারেন কিছুদিন যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি এগিয়ে যেতে পারে।

ক্রিপ্টো ট্রেডিং কিভাবে করব | How To Start Crypto Trading And Bitcoin Trading Basic To Advanced In 2025 In Bengali

নতুনদের জন্য সেরা ক্রিপ্টো অ্যাপ কোনটি?

নতুনদের জন্য সবথেকে সেরা অ্যাপ হচ্ছে Delta Exchange India, এই অ্যাপের ভেতরের বিষয়টা খুবই সহজ, গত অনেকটা সময় ধরে আমি এই অ্যাপটাকে ব্যবহার করছি আর আমি এটা বুঝতে পারলাম যে এর মধ্যে ট্রেডিং করা খুবই সহজ।

মোবাইল দিয়ে কি ক্রিপ্টো ইনকাম করা যায়?

একদম করা যায়, কেন করা যাবে না? যে সত্যিকারেই ইনকাম করতে চাই, তার জন্য সবকিছুই সহজ আর মোবাইল দিয়ে তো এখনকার দিনে ট্রেডিং করা যায় কারণ ট্রেডিং করার যে অ্যাপগুলো সেগুলো মোবাইল ফ্রেন্ডলি বলা যেতে পারে, মোবাইল দিয়েও কিন্তু খুব সহজেই ট্রেডিং করা যায় কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আপনাকে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। শেখার উপর যদি আপনি কোন রকম কম্প্রোমাইজ করে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে ভালো করে শিখতে হবে তারপর সেটাকে করে দেখতে হবে, শুরুতে হয়তো ছোটো ছোটো অসফলটা আসতে পারে, কিন্তু যদি আপনি টিকে থাকেন তাহলে আপনাকে এই ট্রেডিং এ সফল হতে কেউ আটকাতে পারবে না।

ভারতে ক্রিপ্টোকারেন্সিতে 30% কর?

এই বিষয়টা আমি আগেই আপনাকে বলে দিয়েছি যে অ্যাপটার মাধ্যমে আমরা ক্রিপ্টো ট্রেডিং করব তার মধ্যে আমাদের 30% ট্যাক্স দিতে হয় না কারণ আমরা সরাসরি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছি না আমরা তার Derivatives অর্থাৎ টার Contract এর মধ্যে ট্রেডিং করেছি। যদি আপনি এই বিষয়টাকে একদম Practically জানতে চান তাহলে এর উপর আমি সম্পূর্ণ একটা ভিডিও কোর্স বানিয়েছি, তার লিংক নিচে পেয়ে যাবেন।

ভারতে কি ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা তোলা যায়?

যদি আপনি ভারতে বসে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে আমি পরামর্শ দেবো আপনি Delta Exchange India App এর মধ্যে রেজিস্টার করে সেখান থেকে ট্রেনিং করুন কারণ এই প্লার্টফর্মটা তৈরি আমাদের ভারতের জন্য, তাই ভারতে বসে আপনি খুব সহজেই এর মধ্যে ট্রেডিং করতে পারবেন আর টাকা তোলা-ফেলা করতে কিন্তু কোনরকম আপনার অসুবিধে হবে না, এটা আমি নিজের ব্যক্তিগত অনুভব থেকে বলছি, আমিও এর মধ্যে ট্রেডিং করি।

ক্রিপ্টো ট্রেডার হতে কতদিন লাগে?

এটার সরাসরি কোনো উত্তর হয় না এটা নির্ভর করছে আপনি কতটা এর উপর মনোযোগ দেন, আপনি যতটা Serious হবেন ততই আপনি তাড়াতাড়ি কিন্তু শিখতে পারবে। তবে শুরুতে এর মধ্যে একটু ধৈর্য দরকার কারণ যেহেতু টাকা আপনি ইনকাম করার একটা রাস্তা তৈরী করছেন, তাই সেখানে আপনাকে একটু ধৈর্য রাখতেই হয়। তার পাশাপাশি এর উপর আপনাকে একটু বেশিই মনোযোগ দিতে হবে, আর হ্যাঁ শুরুতে শুধুমাত্র পয়সার দিকে ছুটলে হবে না শুরুতে আপনাকে শেখার উপায় মনোযোগ দিতে হবে। যদি সেটা আপনি ঠিক করতে পারেন তাহলে আশা করি আপনি খুব তাড়াতাড়ি একজন সফল ট্রেডার হতে পারবেন।

একজন ক্রিপ্টো ট্রেডার কত টাকা আয় করতে পারে?

এটারও কোনো সরাসরি উত্তর হয় না যারা ইনকাম করার তারা হয়তো হাজার টাকা ইনকাম করছে, আবার কেউ এক কোটি টাকাও ইনকাম করছে। শুরুতে আপনাকে একটু ভালো করে শেখার উপরে ফোকাস করতে হবে তারপর ধীরে ধীরে আপনাকে বাজারে নেবে অল্প পয়সার সাথে ট্রেডিং করতে হবে, তারপর Step By Step আমরা যখনই জিনিসটাকে ভালো করে আয়ত্বের মধ্যে আনতে পারব অর্থাৎ আমরা এই জিনিসটাকে মাস্টার করতে পারব তখন আমরা এর মধ্যে থেকে ইনকাম করতে পারব।

মানুষ কেন ক্রিপ্টো ট্রেড করে?

যদি ভারতের মানুষের আপনি কথা বলেন তাহলে ভারত থেকে ক্রিপ্টোকারেন্সি মধ্যে ট্রেনিং করা সব থেকে বড় লাভ হচ্ছে, 30% ট্যাক্সকে আমরা বাঁচাতে পারি তার পাশাপাশি আমরা যে ভারতের অ্যাপটার কথা আগে বললাম Delta Exchange India, এই প্লার্টফর্মটার মধ্যে আমরা 200X Leverage পেয়ে যাই। অর্থাৎ যদি আপনার কাছে মাত্র হাজার টাকা থাকে তাহলে এই প্লার্টফর্মটা আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি ট্রেডিং করার জন্য, মানে আপনি এখন 2 লাখ টাকা দিয়ে ট্রেডিং করতে পারবেন। এই জিনিসটা যদি আপনি সঠিকভাবেই ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুব কম পুঁজির সাথেও ট্রেডিং শুরু করতে পারবেন। এছাড়া ভারতীয় শেয়ার বাজারে মধ্যে এখন Rules খুবই কঠিন হয়ে গেছে। সাধারণ মানুষদের জন্য ট্রেডিং করা কঠিন হয়ে গেছে আর পয়সাও অনেকটা বেশি লাগে। কিন্তু ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যে খুবই অল্প পয়সার সাহায্যে ট্রেডিং শুরু করতে পারবেন।

ক্রিপ্টো তে ট্রেডিং শুরু করতে কত টাকা লাগবে?

যদি আপনার পকেটে মাত্র হাজার টাকা থাকে তাহলেও আপনি এর মধ্যে ট্রেডিং করতে পারবে। সব থেকে বড় লাভ এটাই হচ্ছে যে খুব কম পয়সার সাথেও আমরা এটাকে শুরু করতে পারি, আর যেই অ্যাপটার কথা আমি আপনাকে বারবার বলছি সেই অ্যাপ এর মাধ্যমে আমরা কিন্তু 200X Leverage পেয়ে যাই অর্থাৎ যদি হাজার টাকা আপনার কাছে থাকে তাহলে এই অ্যাপটা আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি ট্রেডিং করার জন্য এবার যদি 2 লাখ এর উপর আপনি 10% প্রফিট করতে পারেন তাহলে, কত হচ্ছে? 20 হাজার টাকা আপনি প্রফিট করে নিতে পারলেন, মাত্র হাজার টাকা বিনিয়োগ করে। এটাই কিন্তু সব থেকে বড় আমরা লাভ পেয়ে যাচ্ছি।
একটু আমাদের সতর্কতা মেনেও চলতে হবে কারণ যেখানে প্রফিট আছে সেখানে কিন্তু লসও আছে তাই আপনাকে খুব ভালো করে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে। যদি খুব ভালো করে ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান তাহলে এর উপর আমি ভিডিও কোর্স বানিয়েছে YouTube এর মধ্যে আপনি সেই ভিডিও দেখতে পারেন, লিংক আমি নিজে দিয়ে দেব।

Disclaimer

This site is only for information and educational purpose. Investing has its risk and require professional advise, please do consult your advisor before investing. Mutual funds and Share market subject to market risk, please read all offer documents before investing. This site is only for sharing my personal opinion for educational purpose.

Leave a Comment