ভারতে বসে আমেরিকার শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবেন? | How to Invest US Stocks In India In 2025 In Bengali

By Akash

Published on:

How to Invest US Stocks In India In 2025 In Bengali

Table of Contents

আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ কিভাবে করবো?

ভারতে বসে আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করার সাধারণত তিনটি রাস্তা আছে। ভারতে বসে আমেরিকার শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবেন? | (How to Invest US Stocks In India In 2025 In Bengali)

  • আপনি সরাসরি আমেরিকার ইনডেক্স এ বিনিয়োগ করতে পারেন, বিভিন্ন ব্রোকার এর মাধ্যমে।
  • দ্বিতীয়ত রাস্তা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।
  • তৃতীয় রাস্তা হচ্ছে ETF ক্রয় করেও বিনিয়োগ করা যেতে পারে।

বিনিয়োগ শুরু করার আগে আমাদের জানতে হবে আমরা বিদেশের কোম্পানিতে বিনিয়োগ কেন করব? সেই কারণ বলার আগে আপনি একটু চিন্তা করুন আমরা বিনিয়োগ কেন করি? আমরা বিনিয়োগ করি আমাদের পয়সাটা বাড়ানোর জন্য, তাইতো নাকি! তাই এবার আমরা তুলনা করব ভারতের কোম্পানিতে বিনিয়োগ করে গত পাঁচ বছরে কত রিটার্ন পাওয়া গেছে আর আমেরিকার কোম্পানিতে বিনিয়োগ করে গত পাঁচ বছরে কত রিটার্ন পাওয়া গেছে। তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে, কেন আমরা বিদেশে বিনিয়োগ করবো।

নিচের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভারতের ইনডেক্স অর্থাৎ Nifty50 গত পাঁচ বছরে কত পারসেন্ট রিটার্ন দিয়েছে।

How to Invest US Stocks In India In 2025 In Bengali

এবার আপনি নিচের ছবিতে দেখুন আমেরিকার ইনডেক্স অর্থাৎ Nasdaq গত পাঁচ বছরে কত শতাংশ রিটার্ন দিয়েছে।

How to Invest US Stocks In India In 2025 In Bengali

তাহলে আশা করছি আপনি বুঝতে পারলেন যে আমরা কেন ভারতের কোম্পানিগুলো ছাড়াও বিদেশের কোম্পানিতে বিনিয়োগ করব কারণ সেখানে রিটার্ন আমাদের ভারতের কোম্পানির দ্বিগুণের থেকেও বেশি। তাই আমরা যেহেতু সুযোগ পাচ্ছি সেখানে বিনিয়োগ করার তাহলে আমরা কেন হাতছাড়া করবো।

আমেরিকার কোম্পানিতে বিনিয়োগ করে আমরা আরো কিছু সুবিধা পেয়ে যাই:

  1. গোটা শেয়ার না কিনে ভগ্নাংশে শেয়ার কেনা।
  2. ভগ্নাংশে শেয়ারের ওপরেও আমরা Dividend পেতে পারি।
  3. আমেরিকার ডলার যেহেতু বাড়ছে, সেই কারণে আমরা ডলারের ওপরেও সুবিধা পেয়ে যাই, অর্থাৎ আমরা অধিক রিটার্ন পাই।
  4. এছাড়া আমেরিকার বাজার শুরু হয় ভারতের সন্ধ্যে 7 টার সময়ে, তাই আপনি কাজ থেকে বাড়ি আসার পরে ট্রেডিং করতে পারবেন।

আমেরিকার কোম্পানিতে বিনিয়োগ করা কি বৈধ?

আমরা কিভাবে আমেরিকার কোম্পানির মধ্যে বিনিয়োগ করব? সেটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে ভারত থেকে বিদেশের কোম্পানিতে বিনিয়োগ করা কি বৈধ?

এটার এককথায় উত্তর হ্যাঁ এটা বৈধ, RBI LRS Scheme এর মধ্যে এটাকে অনুমোদন দিয়েছে।

তবে বিনিয়োগ করার একটা লিমিট আছে অর্থাৎ বছরে আপনি সর্বোচ্চ আড়াই লাখ ডলার অর্থাৎ মোটামুটি দুই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

How to Invest US Stocks In India In 2025 In Bengali

আমেরিকার কোম্পানিতে বিনিয়োগ আমরা কিভাবে করব?

সাধারণত বিনিয়োগ করার তিনটি রাস্তা আমরা আগেই জানলাম:

  • সরাসরি আমেরিকার ইনডেক্স এ বিনিয়োগ করতে পারেন, বিভিন্ন ব্রোকার এর মাধ্যমে।
  • দ্বিতীয়ত রাস্তা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।
  • তৃতীয় রাস্তা হচ্ছে ETF ক্রয় করেও বিনিয়োগ করা যেতে পারে।

তবেই যদি আপনি সরাসরি ব্রোকারের মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে আপনি আমেরিকার ইনটেক্স অর্থাৎ Nasdaq এর মধ্যে স্টক কিনতে বা বিক্রি করতে পারবেন।

আমেরিকায় বিনিয়োগের সুযোগ দেয় এমন Broker এর নাম নিজে তুলে ধরলাম:

  • INDmoney 
  • 5Paisa
  • Hdfc Securities

আমেরিকায় বিনিয়োগের সুযোগ দেয় এমন মিউচুয়াল ফান্ড এর নাম নিজে তুলে ধরলাম:

যদি আপনি সরাসরি বিদেশের কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে মোটা একটা চার্চ ব্রোকারকে দিতে হবে তাই এটার সমাধান মিউচুয়াল ফান্ড দিয়ে থাকে। নিচে আমি কিছু কোম্পানির মিউচুয়াল ফান্ডের নাম তুলে ধরলাম:

  • Motilal Oswal Nasdaq 100
  • Nippon India US Equity Opportunity Fund
  • Icici Prudential US Bluechip Equity Fund

আমেরিকায় বিনিয়োগের সুযোগ দেয় এমন ETF এর নাম নিজে তুলে ধরলাম:

তবে মিউচুয়াল ফান্ডের থেকেও আরো ভালো মাধ্যম হচ্ছে ETF, যেখানে আপনি খুব সহজেই নিজের Demat Account এর মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন খুব কম চার্জ প্রদান করে। নিচে আমি সেই দুটো ETF এর নাম তুলে ধরলাম যেটা একমাত্র মাধ্যম বিদেশের কোম্পানিতে বিনিয়োগ করার:

  • Mon100
  • Mafang

কিভাবে খুব সহজেই আমরা এর মধ্যে বিনিয়োগ করতে পারি আসুন তাহলে সেটা আমরা জানি, তবে তার আগে উপরের দুটো ETF সম্পর্কে আমাদের একটু জানতে হবে।

Mon100


ভারতের যেমন ইনডেক্স হচ্ছে Nifty50 তেমনি আমেরিকার ইন্ডেক্স হচ্ছে Nasdaq, এই Nasdaq এর রিটার্ন আমরা শুরুতেই দেখেছিলাম। তাই যদি এর মধ্যে বিনিয়োগ করতে চান, তাহলে আমাদের কাছে রাস্তা আছে Mon100 ক্রয় করার।

Mafang


এই ETF টার মধ্যে বিনিয়োগ কোথায় হচ্ছে সেটা লুকিয়ে আছে এর নামের মধ্যে যেখানে Ma মানে হচ্ছে Mirae Asset, যেটা আসলে ETF কোম্পানির নাম, তারপর বাকিগুলো হচ্ছে আমেরিকার কোম্পানির নাম, f-facebook, a-amazon, a-apple, n-netflix, g-google, তাহলে এর মধ্যে বিনিয়োগটা Mon100 এর তুলনায় আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে। যার কারণে আমরা রিটার্নটা Mon100 থেকে বেশি পেতে পারি।

Mon100 আর Mafang এর মধ্যে বিনিয়োগ করার পদ্ধতি:

Demat একাউন্ট এর মধ্যে গিয়ে Search করুন Mon100 বা Mafang। তারপর Watchlist এর মধ্যে অ্যাড করে নিন।

How to Invest US Stocks In India In 2025 In Bengali

এরপর যার মধ্যে বিনিয়োগ করবেন সেটাকে সিলেক্ট করুন।

How to Invest US Stocks In India In 2025 In Bengali

যত Quantity কিনতে চান সেটাকে সিলেক্ট করার পর Place Order করলেই আপনার অর্ডারটা বুক হয়ে যাবে। অর্থাৎ যেমন ভাবে আমরা Share ক্রয় করি তেমনভাবেই আমরা এই ETF তাকে টাকে ক্রয় করতে পারি আর বিক্রি করার সময় যেমন ভাবে আমরা শেয়ারকে বিক্রি করি তেমন একইভাবে আমরা এটাকেও বিক্রি করতে পারব।

ভারতের সেরা ৫ টি ETF সম্পর্কে জানতে ক্লিক করুন: Top 5 Best ETF in India

How to Invest US Stocks In India In 2025 In Bengali

তবে যদি আপনার কাছে এখনো পর্যন্ত Demat Account না থাকে, তাহলে আমি নিচে দুটো ভালো Demat Account এর লিংক দিয়ে দিলাম সেখান থেকে আপনি বিনামূল্যে একাউন্ট খুলে বিনিয়োগ যাত্রা শুরু করতে পারবেন খুব সহজেই।

তবে বিদেশের কোম্পানিতে কিভাবে আমরা বিনিয়োগ করবো এর ওপর সম্পূর্ণ আমি একটা ভিডিও বানিয়েছি সে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার পুরো বিষয়টা আরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে ভিডিওটার লিংক আমি নিচে দিয়ে দিলাম, তাই আপনি ভিডিওটা গিয়ে এখনই দেখুন, খুব ভ্যালু পাবেন আর আপনার খুবই কাজে লাগবে।

FAQ”S

আমি কি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারে বিনিয়োগ করব?

হ্যাঁ, আপনি ভারত থেকে মার্কিন শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এর জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে:

1. ডিম্যাট অ্যাকাউন্ট: আন্তর্জাতিক ট্রেডিং সাপোর্ট সহ ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন।
2. ব্রোকার: Upstox, Zerodha, Groww, বা ICICI Direct-এর মতো ব্রোকার ব্যবহার করুন।
3. LRS: RBI-এর LRS স্কিমের মাধ্যমে বছরে $2,50,000 পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
4. ট্যাক্স: মার্কিন শেয়ারে লাভে ভারত ও মার্কিন ট্যাক্স প্রযোজ্য।

ভারতের মার্কিন শেয়ার বাজারের জন্য কোন অ্যাপ সেরা?

ভারত থেকে মার্কিন বাজারে বিনিয়োগের জন্য UPSTOX সর্বজনীনভাবে সেরা ট্রেডিং অ্যাপ হিসেবে বিবেচনা করা হয়, যা কম লেনদেন ফি এবং নিরবচ্ছিন্ন অ্যাকাউন্ট সেটআপ প্রদান করে

আমেরিকার বাজারে বিনিয়োগ করা কি ভালো?

খুব ভালো হবে, কারণ ভারতের শেয়ার বাজারের তুলনায় আমেরিকার বাজার প্রায় দ্বিগুন রিটার্ন দিয়েছে।

কিভাবে ভারত থেকে nasdaq 100 বিনিয়োগ করতে?

এটা আপনি সহজেই নিজের Demat Account এর মধ্যে করতে পারবেন, বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

Nasdaq শেয়ার কোথায় পাওয়া যায়?

Nasdaq এর মধ্যে বিনিয়োগ করার জন্য আপনি এর ETF ক্রয় করতে পারেন, যেটা আপনি করতে পারবেন নিজের Demat Account এর মাধ্যমে, বিস্তারিত জানতে উপরের আর্টিকেলটি ভালো করে পড়ুন।

Nasdaq কোন কোন শেয়ারের অন্তর্ভুক্ত?

Nasdaq হচ্ছে আমেরিকার সবথেকে বড় ১০০ টি কোম্পানির ইনডেক্স, অর্থাৎ এর মধ্যে বিনিয়োগ করলে, আমেরিকার সেরা ১০০ টি কোম্পানির মধ্যে বিনিয়োগ হবে।

Leave a Comment