মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করে লাখোপতি হওয়ার সুযোগ দিচ্ছে SBI | SBI 250 Rs Mutual Fund Scheme Explained In Bengali

By Akash

Updated on:

sbi মিউচুয়াল ফান্ড বিনিয়োগ

এবার ভারতের প্রতিটা মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে পারবে, আপনি একদম ঠিক শুনলেন, SEBI এখন SBI কোম্পানির সাথে হাত মিলিয়ে শুরু করেছে এমন একটা মিউচুয়াল ফান্ড যেখানে প্রতিটা মানুষ শুধুমাত্র মাসে 250 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে শেয়ার বাজার থেকে একটা মোটা ইনকাম করতে পারবে। 

আজকের এই আর্টিকেলে আপনি এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে সমস্ত তথ্য পাবেন, যেখানে এই মিউচুয়াল ফান্ডের কি কি ভালো দিক আছে সাধারণ মানুষরা কি কি বেনিফিট পাবে তারপর লাস্টে আমরা জানবো কিভাবে আমরা এই মিউচুয়াল ফান্ডের মধ্যে বিনিয়োগ করতে পারব তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন। 

এখনো পর্যন্ত ভারতে শুধুমাত্র উচ্চ শ্রেণীর মানুষরাই শেয়ার বাজারে বিনিয়োগ করত, মধ্য শ্রেণীর মানুষও একটু আদ্র শেয়ার বাজারে বিনিয়োগ করত কিন্তু নিম্ন শ্রেণীর মানুষরা একদমই শেয়ার বাজারে বিনিয়োগ করত না, তার সব থেকে বড় কারণ হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষরা কতটাই বা আর ইনকাম করে, তারা ইনকাম করে নিজের সংসার চালাবে নাকি বিনিয়োগ করবে সংসার চালানোর পর শেষে গিয়ে তাদের কাছে বিনিয়োগ করার মতন টাকা আর থাকে না সেই কারণে তারা শেয়ার বাজারে বিনিয়োগার করতে পারে না। 

তাই SEBI সেই সকল মধ্য আর নিম্ন শ্রেণীর মানুষদেরই টার্গেট করেছে, কারণ ভারতের মধ্যে বেশিরভাগ মধ্য আর নিম্ন শ্রেণীর মানুষরাই বাস করে, SEBI -র উদ্দেশ্য হচ্ছে যদি বেশিরভাগ সেই শ্রেণীর মানুষরা শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করে তাহলে ভারতীয় শেয়ার বাজার আরো বেশি উন্নত করতে পারবে কারণ এখনো পর্যন্ত ভারতের শুধুমাত্র তিন-চার পার্সেন্ট মানুষরাই শেয়ার বাজারে বিনিয়োগ করে, এবার যদি নিম্ন শ্রেণীর আর মধ্য শ্রেণীর মানুষরা বেশি করে শেয়ার বাজারে বিনিয়োগ করে তাহলে ভারতের অর্থব্যবস্থাই আগে বাড়বে। 

তবে অনেক মানুষরা এখন হয়তো ভাবছি যে এমন তো আরও অনেক কোম্পানি আছে 100 টাকা দিয়েও তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করার মাধ্যম দিত, তাহলে এর মধ্যে এমন কি বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে অন্য যে সমস্ত কোম্পানি আছে সেই কোম্পানিগুলো 100 টাকা দিয়ে বিনিয়োগ করা সুযোগ তো দিত, কিন্তু তার মধ্যে ম্যানেজ করার চার্জ অনেকটাই বেশি দিতে হতো। 

কিন্তু এই মিউচুয়াল ফান্ড এর মধ্যে আপনাকে চার্জ প্রায় না এর সমান দিতে হবে। তবে এই চার্জেস গুলো কতটা হবে বা একদমই হবে না এটা সম্পর্কে কোন লিখিতভাবে তথ্য আমি পাইনি তবে SBI এর চেয়ারম্যান এই বিষয়ে নিজে মুখে বলেছেন। এটা সম্পর্কে আমি একটা ইউটিউব ভিডিও দেখেছি, তাই আপনিও সেই ভিডিওটা গিয়ে দেখুন, নিচে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, আর এই বিষয়টাকে খুব ভালো করে বুঝুন।  তবে একটু দাঁড়িয়ে যান এই আর্টিকেলটার মধ্যে আরো অনেক ইম্পোর্টেন্ট জিনিস আমি বলেছি সেগুলোকে আপনি একবার পড়ে নিন তারপর লাস্টে গিয়ে আপনি ভিডিওটাকে দেখবেন। 

যদি রিটার্নের কথা বলি তাহলে আপনি 17.30  লাখ টাকা রিটার্ন পেতে পারবেন, 30 বছর বিনিয়োগ করে। হয়তো এই সময়টা আপনার একটু বেশি মনে হচ্ছে তবে টাকাটাও আপনি একটু দেখুন 250 টাকা কিছুই নয়, 250 টাকা মানুষ মিনিটের মধ্যে খরচ করে দেয়, তবে সেই টাকাটা আপনাকে 17 লাখ টাকা রিটার্ন দিতে পারে। 

তাহলে আমরা এবারে বিনিয়োগ কিভাবে করতে পারব এই মিউচুয়াল ফান্ডের মধ্যে সেটা বুঝতে হবে, দেখুন এখানে বিনিয়োগ করার দুটো রাস্তা আছে এক, আপনি এসবিআই এর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এই মিউচুয়াল ফান্ড শুরু করতে পারবেন না হলে আপনি SBI এর যে কোন অফলাইন ব্রাঞ্চে গিয়েও শুরু করতে পারবেন। 

ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগ শুরু করব এর ওপর আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়েছি তার লিংক আপনি নিচে পেয়ে যাবেন, একবার আপনি গিয়ে ভিডিওটা দেখুন আপনার পুরো যে প্রসেসটা আছে ইনভেসমেন্ট করার, বিনিয়োগ শুরু করার সেটা আপনি জানতে পারবেন। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন আপনি এই স্কিমের মধ্যে, তিনটি মিউচুয়াল ফান্ডের SIP শুরু করতে পারবেন মানে 250 টাকা করে তিনটে অর্থাৎ মাসে আপনি সাড়ে 750 টাকা পর্যন্ত ইনভেসমেন্ট করতে পারবেন। 

মানে আমাদের এটা একটা অপশন দিচ্ছে যে মানুষরা 250 টাকা ইনভেস্টমেন্ট করতে চায় তারা করতে পারবে আবার যেই মানুষটা চাইছে যে আমি 500 টাকা করতে চাই তারাও করতে পারবে আবার আরেকটু বেশি করতে চায়, তাহলে 750 টাকা পর্যন্ত করতে পারবে। 

তাহলে আশা করছি আজকের এই আর্টিকেলটা মধ্যে আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে, গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, এছাড়া আপনি আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন যেখানে আপনি এইরকম খুবই হেল্পফুল ভিডিওস গুলো পাবেন যেগুলো দেখে আপনার খুবই কাজে লাগবে তাই আপনি এখনই যান সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। 

FAQ’S

  1. মিউচুয়াল ফান্ডের মানে কি?

    মিউচুয়াল ফান্ডের মানে হলো অনেক লোকের টাকা একসাথে জমা করে পেশাদার ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা, যেমন শেয়ার বাজার, বন্ড, বা অন্যান্য অ্যাসেটে।

  2. মিউচুয়াল ফান্ডের সুবিধা কি?

    এর সুবিধা হলো, ছোট বিনিয়োগকারীরাও পেশাদারদের মাধ্যমে বিনিয়োগ করতে পারে এবং ঝুঁকি কমাতে ডাইভারসিফিকেশনের সুযোগ পায়। লাভ বা লোকসান সব বিনিয়োগকারীরা ভাগ করে নেয়।

  3. এস আই পি কি?

    SIP মানে Systematic Investment Plan। এটা হলো Mutual Fund-এ টাকা বিনিয়োগের একটি সহজ পদ্ধতি। এখানে আপনি প্রতি মাসে বা নির্দিষ্ট সময়ে একটি ফিক্সড অ্যামাউন্ট বিনিয়োগ করেন।

  4. এস আই পির সুবিধা কি?

    1. এস আই পির সুবিধা হলো:
    2. ছোট ছোট টাকা দিয়ে শুরু করা যায়।
    3. সময়ের সাথে বিনিয়োগ বাড়ে, ঝুঁকি কমে।
    4. নিয়মিত বিনিয়োগের অভ্যাস তৈরি হয়।
    5. এটা লং টার্ম বিনিয়োগের জন্য ভালো।

  5. শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড কি?

    শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড হলো এমন একটি ফান্ড যেটা অনেক বিনিয়োগকারীর টাকা একসাথে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে। পেশাদার ম্যানেজাররা এই টাকা বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন।

Leave a Comment